একটি ওয়েবসাইট একজন নতুন বা পুরাতন যেকোন উদ্যোক্তার জন্য একাধিক রোল প্লে করে, একাধিক দিক নিয়ন্ত্রণ করে। একজন উদ্যোক্তাকে সফল হতে হলে এই দিকগুলি আরো নির্দিষ্টভাবে বললে একটি ওয়েবসাইটের ভূমিকা অবহেলা করা বা এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই।
কারণ একটি ওয়েবসাইট একজন উদ্যোক্তার জন্য পালন করেনা এমন দায়িত্ব খুবই কম। যেমন:
- কখনো এটি মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে। যেমন: মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং প্লাটফর্ম, মার্কেট এনালিসিস, মার্কেট এস্টাবলিশমেন্ট ইত্যাদি রোল প্লে করে। একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার পণ্যের মার্কেট চাহিদা যাচাই করতে পারেন। আপনার পণ্য বা সেবা নিয়ে মানুষের ভেতরে সার্ভে করতে পারেন। কার কি পছন্দ, কে কোন পেশার, কার কি সমস্যা, কে কোথাকার ইত্যাদি হাজারো প্রশ্নের উত্তর মিলাতে পারেন। পরবর্তীতে এই ডাটাগুলি নিজের ব্যবসার ক্ষেত্রে বেশ সক্রিয়ভাবে কাজে লাগাতে পারেন
- কখনো সহজ, মসৃণ আর দ্রুত উপায়ে একাউন্টিং বা হিসাব নিকাশের কাজ করে। আপনার ওয়েবসাইট আপনার হয়ে চার্টার্ড একাউন্ট্যান্টের রোল প্লে করে। হিসাব নিকাশ নিয়ে একজন নব উদ্যোক্তার সকল মাথাব্যথা দূর করে দেয় তার ওয়েবসাইট। যথাযথ এবং নির্ভুলভাবে খুঁটিনাটি সকল ছোট-বড়, সহজ-সরল, জটিল-কঠিন হিসাব করতে পারে যখনই আপনার প্রয়োজন হয়
- কখনো পি আর বা পার্সোনাল রিলেশন ম্যানেজমেন্টের রোল প্লে করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বা উদ্যোগকে সফল হতে হলে মানুষের সাথে সবসময় গভীর এবং নিরবচ্ছিন্ন সম্পর্ক বজায় রাখতে হয়। মানুষকে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের আপডেট জানাতে হয়। তাদের প্রয়োজনের সময় আপনার পণ্য বা সেবার সরব উপস্থিতি তৈরি করতে হয়। সেইসাথে সহজ প্রাপ্তির নিশ্চয়তা দিতে হয়
- কখনো এইচ আর বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের রোল প্লে করে। একটি প্রতিষ্ঠান যখন একাধিক ব্যক্তির কাজের ক্ষেত্রে পরিণত হয়, তখন সেই সকল ব্যক্তি যারা মূলত প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন তাদের সুষ্ঠভাবে নিয়ন্ত্রণের দায়িত্বও একটি ওয়েবসাইট পালন করতে পারে। ফলে একজন উদ্যোক্তা এই বিশাল দায়িত্বের বোঝা সহজেই তার ওয়েবসাইটের উপর ন্যস্ত করতে পারেন। কর্মী নিয়োগ থেকে শুরু করে ছাটাই, তার সকল কাজের হিসাব, বেতন এবং বোনাস হিসাব, কার্যদিবসের হিসাব সবকিছু এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়।
- সর্বোপরি, এডমিনিস্ট্রেশন বা একটি কেন্দ্র থেকে পরিচালনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে যা কিছু করতে চান বা চাইবেন তার জন্য আপনাকে এদিক ওদিক দৌড়াদৌড়ি, ঝক্কি ঝামেলা পোহাতে হবেনা। সবকিছু একটিমাত্র কেন্দ্র থেকে খুবই সহজ আর ফলপ্রসু উপায়ে পরিচালিত করতে পারবেন। উপরে ওয়েবসাইট ভিত্তিক যে কয়টি সুবিধার কথা উল্লেখ হয়েছে, কোন ব্যবসা প্রতিষ্ঠান এবং এর পেছনে থাকা সৃজনশীল উদ্যোক্তা ব্যক্তিগণ এই সুবিধাগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কোনভাবেই উপেক্ষা করতে পারেন না। সূচনালগ্ন থেকেই এই বিষয়গুলোর উপর পুঙ্খানুপঙ্খ এবং হিসেবি নজর রাখতে হয়।
একটি ওয়েবসাইটের মাধ্যমে নিঃসন্দেহে এই সমস্ত কাজ আপনি খুব সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবেন। এখানে একজন উদ্যোক্তার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের শুধুমাত্র বুনিয়াদি দিকগুলো তুলে ধরা হয়েছে, যা একটি ওয়েবসাইটের মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু ওয়েবসাইটের কার্যক্ষমতা এতটুকুতেই সীমাবদ্ধ নয়।
একটি ওয়েবসাইট:
- আপনার পণ্য বা সেবার পরিচয়, পরিচিতি তুলে ধরে
- আপনার পণ্যের বিস্তারিত বর্ণনা প্রদান করে
- আপনার পণ্যের গুণাগুণ, বিশেষত্ব, গ্রহনযোগ্যতা ফুটিয়ে তোলে
- মানুষকে আপনার পণ্য সম্পর্কে মতামত জানানোর সুযোগ করে দেয়
- আপনার হয়ে মার্কেটিং, এফিলিয়েশন করার সুযোগ তৈরি করে
- আপনার কোম্পানির নিয়মিত আপডেট দিতে সাহায্য করে যা আপনার জন্য একটি শক্তিশালী ব্রান্ড ভ্যালু সৃষ্টির পথ করে দেয়
- নিজস্ব একটি কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করে
- নিয়মিত ব্লগিংয়ের মাধ্যমে মানুষের পাশে থাকা, তাদের সমস্যাগুলো জানা, তা নিয়ে কথা বলা এবং এর সমাধান দিতে আপনার করণীয়গুলো নির্ধারণে সাহায্য করে।
- আপনার পণ্য নিয়ে যে সকল প্রশ্ন আপনাকে বারবার দিতে হয়, ফলে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। গুরুত্বপূর্ণ কাজ এবং প্রজেক্টগুলো অদক্ষ টাইম ম্যানেজমেন্টের কারণে পূরণ করতে ব্যর্থ হন তার স্থায়ী এবং ফলপ্রসু সমাধান প্রদান করে
- আপনার প্রতিষ্ঠান, কোম্পানি যা আগামী দিনের ব্রান্ড তার সুন্দর, নান্দনিক এবং প্রফেশনাল উপস্থাপনে সহায়তা করে
- আপনার দৈনিক সেল, সাপ্তাহিক সেল সহ আপনার কোন পণ্য বা সেবাটি কেমন পারফর্ম করছে তার বিস্তারিত এনালিটিকাল তথ্য আপনাকে প্রদান করে। যা আপনি যেকোন জায়গা থেকে যে কোন সময় এক্সেস করতে পারেন
- দিন রাত ২৪ ঘন্টা, ৩৬৫ দিন বিরামহীনভাবে আপনার পণ্য বা সেবার উপস্থিতি, সহজ প্রাপ্তি নিশ্চিত করে
- আপনার অন্যান্য সকল সম্পত্তির মত এটি আপনার একটি চিরস্থায়ী সম্পদ
- একটি ওয়েবসাইটের পেছনে আপনার ইনভেস্ট এককালীন, কিন্তু মুনাফা চিরকালীন
- একটি ওয়েবসাইট নির্মাণ, নিয়ন্ত্রণ, পরিচালনা ব্যয় বেশ সাশ্রয়ী এবং সুলভ
- একটি ওয়েবসাইট চালানো আপনার মোবাইলে থাকা নিয়মিত ব্যবহার্য একটি এপ বা সফটওয়্যার চালানোর মতই সহজ, শেখার প্রক্রিয়াও ততটাই সহজ
- আপনার হাতের মুঠোয় আপনার কোম্পানি, আপনার দোকান
- ঘরে বসেই মোবাইলের মাধ্যমেই পরিচালিত করতে পারবেন আপনার সাধের কোম্পানি, লাখো কোটি টাকার দোকান
একটি ওয়েবসাইট এরকম আরো অসংখ্য অগনিত সুবিধা একজন উদ্যোক্তাকে দিতে পারে। উদ্যোক্তা জীবনের যাত্রাকে করে তুলতে পারে আরো সহজ, আরো মসৃণ, আরো ফলপ্রসু। সময়ের যথাযথ ব্যবহার, কার্যকর শ্রম ও চেষ্টার নিশ্চয়তা, বুদ্ধি ও পরিকল্পনার সঠিক প্রয়োগ মোটকথা একজন স্মার্ট হার্ড ওয়ার্কিং সাকসেসফুল উদ্যোক্তার পথচলায় ওয়েবসাইট খুবই শক্তিশালী একটি ইফেক্টিভ টুল।
এবার সিদ্ধান্ত আপনার। কেমন হবে আপনার উদ্যোক্তা জার্নি নির্ধারণ করতে হবে আপনাকে। সফলতার পথে নিতে হবে সঠিক এবং যথোপযুক্ত সিদ্ধান্ত। এগিয়ে থাকতে হবে সকলের থেকে একধাপ।
তাহলে আর দেরি কিসের…!